1. news@dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com
  2. info@www.dainiksamajerayana.com : দৈনিক সমাজের আয়না :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল টাকার নোট নিয়ে আপন ভাই-বোনসহ আটক- ৩ পুলিশের কাছে নামের মিথ্যা তথ্য প্রদান  চাঁদা না পেয়ে শতাধিক গাছ কর্তন, শিশু ধর্ষণের ঘটনায় সালিশে ভেস্তে গেল বিচার। পটিয়া কিন্টারগার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন । হিজলা উপজেলা ধূলখোলা ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি। বরিশাল মেহেন্দিগঞ্জে জমি নিয়ে চাচা-ভাতিজার বিরোধ চরমে, সংঘর্ষের আতংকে এলাকাবাসী। বরিশাল হিজলায় বাড়ির বাগানে থেকে গাঁজা গাছ উদ্ধার(আটক-১) বরিশালের হিজলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহফুজের নেতৃত্বে প্রতিপক্ষের গাছ কর্তন ও হুমকি। দুর্নীতির অভিযোগ তুলে রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ ফারুক সভাপতি, নুরুল আলম সা: সম্পাদক ।।পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড এলডিপি’র) কমিটি গঠন 

চাঁদা না পেয়ে শতাধিক গাছ কর্তন, শিশু ধর্ষণের ঘটনায় সালিশে ভেস্তে গেল বিচার।

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবির পর, দাবিকৃত টাকা না পেয়ে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে রাজমিস্ত্রির কাজ করার সময় একই গ্রামের বাসিন্দা মালেক চৌকিদার (৬৫) দুই বছর বয়সী এক শিশুকে কোলে তুলে একটি পরিত্যক্ত ঘরের পাশে নিয়ে যায়। শিশুটির চিৎকারে তার খালা এসে আপত্তিকর অবস্থায় দেখে তাকে মারধর করেন। এরপর ঘটনা জানাজানি হলে অভিযুক্ত মালেকের খোঁজে রাত ১১টার দিকে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীদের গায়ের কাপড় টেনে মুখ দেখে, মালেককে না পেয়ে ভাংচুর করে চলে যায়।
পরবর্তী পরপর তিন দিন তারা বাড়িতে হামলা চালায়। ১৩ মে সন্ধ্যায় মালেকের ছেলে এসএসসি পরীক্ষার্থী নয়নকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। পরে ৪০ হাজার টাকা পরিশোধের পর নয়নকে ফিরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর মালেকের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবী করেন তারা। এ বিষয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও মালেক চৌকিদারের পক্ষে শত শত লোক উপস্থিত হওয়ায় ভুক্তভোগী পক্ষ নিরাপত্তাহীনতায় সেখান থেকে সরে যায়। সালিশে উপস্থিত স্থানীয় গ্রাম পুলিশ রিপন জানান, সালিশে দুই পক্ষের অল্পসংখ্যক লোক থাকার কথা থাকলেও মালেকের পক্ষের বিশাল উপস্থিতির কারণে শিশুটির পরিবার ফিরে যায়।
পরদিন রাতে দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্বপন গংদের বিরুদ্ধে। মধ্যস্থতাকারী পলাশ জানান, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় তারা সালিশ ত্যাগ করেন।
শিশুটির খালা জানান, শিশুর বাবা-মা ঢাকায় থাকায় তারা এখনো থানায় অভিযোগ করেননি। তবে অপহরণ, হামলা ও চাঁদাবাজির ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।
বাউফল থানার ওসি মো. আখতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, খোঁজ নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট