প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাশ্রমে সরকারি সড়ক সংস্কারে সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল।
- নিজস্ব প্রতিবেদক--বরিশাল মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং চরহোগলা ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল। রবিবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে স্থানীয়দের নিয়ে তিনি উত্তর বাজার কওমী মাদরাসা সংলগ্ন দাদপুরগামী ব্যস্ততম সড়কের সংস্কার কাজ শুরু করেন।এ সড়কটি পাতারহাট বন্দর থেকে দাদপুর বাজার পর্যন্ত যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন এই পথে চলাচল করে থাকে। কিন্তু জামাইপাড়া এলাকার একটি ছোট অংশে বহুদিন ধরে পিচ-ডালাই না থাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী এবং যানবাহন চালকদের জন্য এটি হয়ে উঠেছে চরম ভোগান্তির কারণ। বিশেষ করে বর্ষার মৌসুমে গর্তগুলোতে পানি জমে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।স্থানীয়দের অভিযোগ, সড়কের এই অংশটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের কাজ হাতে নেন ফখরুল ইসলাম সোহেল। তিনি শুধু অর্থ সহায়তাই নয়, নিজে শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নেন এবং স্থানীয় যুবকদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে গর্তগুলো পূরণ করেন।এলাকাবাসী জানান, ফখরুল ইসলাম সোহেলের এই মানবিক ও উদাহরণযোগ্য উদ্যোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। তারা মনে করেন, রাজনৈতিক নেতাদের শুধু বক্তৃতা নয়, এমন বাস্তবমুখী কাজ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের পথ খুলে দেয়। স্থানীয়রা দ্রুত পুরো সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত