নিজস্ব প্রতিবেদক–আজ ৮ জুলাই ২০২৫, বিশিষ্ট সমাজসেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মরহুম আলী আশ্রাব রাড়ীর ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও স্বজনদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।মরহুম আলী আশ্রাব রাড়ী ছিলেন একজন সৎ, নীতিবান ও সমাজহিতৈষী মানুষ। তিনি শুধু নিজ পরিবারেই নয়, এলাকার মানুষের কাছেও ছিলেন প্রিয় ও সম্মানিত। তার সুযোগ্য পুত্র মোঃ হুমায়ুন কবির একজন সক্রিয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মী। তিনি আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন কো-অর্ডিনেটর বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার বরিশাল বিভাগীয় স্টাফ রিপোর্টার, দৈনিক সময়ের সংবাদ পত্রিকার মেহেন্দীগঞ্জ ও হিজলা প্রতিনিধি, গ্রামীণ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক বাংলার সূর্য পত্রিকার মেহেন্দীগঞ্জ প্রতিনিধি হিসেবে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। তিনি মেহেন্দীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিরও অন্যতম সদস্য।মরহুম আলী আশ্রাব রাড়ীর আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন—মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।