বিশেষ প্রতিবেদন এস এম শাহ্ আলম:
বরিশাল জেলার ভাসানচর ইউনিয়নের সাতহাজার বিঘা গ্রামে জাল পাতা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২ জুলাই ২০২৫, বুধবার, ওই গ্রামের বাসিন্দা বখাটে হিসেবে পরিচিত ইব্রাহিম মোল্লা একই এলাকার মুরব্বী হানিফ মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি জাল পাতা নিয়ে হানিফ মোল্লা ও ইব্রাহিম মোল্লার মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম মোল্লা বয়োজ্যেষ্ঠ হানিফ মোল্লাকে বেদম মারধর করেন। মারধরের সময় হানিফ মোল্লার দাড়ি ছিঁড়ে ফেলা হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন চিৎকার শুনে ছুটে এলে ইব্রাহিম পালিয়ে যায়।ঘটনার পরদিন হানিফ মোল্লা কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করে। পরে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।ইব্রাহিম মোল্লার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের দাবি, ইব্রাহিম এর আগেও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। মুসল্লি ও সচেতন মহলের মধ্যে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।