ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। জানা গেছে, ফারজানা আক্তার নামের ওই তরুণী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলা মানিক মোল্লার ছেলে বায়জিদ হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইলেও প্রেমিক বায়জিদ নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিল।শনিবার (৫ জুলাই) বিকালে ফারজানা হঠাৎ বায়জিদের বাড়িতে গিয়ে উঠেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন—বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ফারজানার পরিবারের দাবি, তাদের মেয়ে একজন এইচএসসি পরীক্ষার্থী, আগামীকাল (রবিবার) তার পরীক্ষা থাকলেও মানসিক অবস্থার অবনতি এবং অনশন শুরু করায় সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা এখন অনিশ্চিত।এ বিষয়ে কথা বলতে চাইলে বায়জিদের পরিবার শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানে এগিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত বিষয়টির কোনো স্থায়ী সমাধান হয়নি।ফারজানা বলেন, “আমি ওকে ভালোবাসি। সে আমাকেও ভালোবাসে। এখন যদি বিয়ে না করে তাহলে আমি বাঁচবো না। আমি এখান থেকে যাবো না, যতক্ষণ না বিয়ে হয়।এদিকে স্থানীয় প্রশাসনের কেউ এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।