নিজস্ব প্রতিবেদক-বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেম চর গ্রামের প্রধান চলাচলের রাস্তার বেহাল অবস্থা এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা এখন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় থই থই করে, কোথাও আবার সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও নামাজে যেতে ইচ্ছুক মুসল্লিরা। প্রতিদিনই শিক্ষার্থীদের স্কুলে যেতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় জুতা হাতে নিয়ে হেঁটে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। গ্রামের এক অভিভাবক জানান, “আমার মেয়ে প্রতিদিন কাঁদতে কাঁদতে স্কুলে যায়। অনেক সময় ময়লা পানিতে পড়ে গায়ে কাদা লেগে যায়। এমন পরিস্থিতিতে ওরা আর স্কুলে যেতে চায় না।এছাড়া, ধুলিয়া এলাকার মসজিদে নামাজ পড়তে আসতে পারেন না অনেক মুসল্লি। বর্ষাকালে তো রাস্তাটি একেবারেই অচল হয়ে যায়।স্থানীয় এক প্রবীণ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, পা রাখা যায় না। অথচ আমরা বারবার ইউপি সদস্য ও চেয়ারম্যানকে বলেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যেন কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারে এবং মুসল্লিরা মসজিদে গিয়ে ইবাদত করতে পারে।