নিজস্ব প্রতিবেদক-মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা উত্তর কৃষকদলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আকতার হোসেন সেন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের সংগ্রামী আহ্বায়ক জনাব নলী মোঃ জামাল হোসেন এবং বিপ্লবী সদস্য সচিব জনাব ভিপি সেলিম।এ সময় আরও উপস্থিত ছিলেন আগৈলঝরা উপজেলা কৃষকদল ও বরিশাল জেলা উত্তর কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।