নিজস্ব প্রতিবেদক–মেহেন্দিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২৫ অর্থ বছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মরিয়ম বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু।সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, এই প্রকল্প স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি কার্যক্রমে সহায়তা করবে।কৃষি সম্প্রসারণ বিভাগের এই উদ্যোগ মেহেন্দিগঞ্জের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সকলের প্রত্যাশা।