নিজস্ব প্রতিবেদক--বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনী বাজারের ব্যবসায়ী ইসমাইল শাহ'র ছেলে নাহিদের বিরুদ্ধে ব্যবসায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।জানা গেছে, নাহিদ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, দিনমজুর ও সরকারি চাকরিজীবীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার কৌশল হিসেবে তিনি তাদেরকে ব্যবসায়ে অধিক মুনাফার প্রলোভন দেখাতেন। অনেকেই তার কথা বিশ্বাস করে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন।ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নাহিদ টাকা নেয়ার পর যোগাযোগ বন্ধ করে দেন এবং বিনিয়োগ করা অর্থও ফেরত দেননি। এর ফলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। প্রতারণার শিকার ব্যক্তিরা দ্রুত ন্যায়বিচার এবং তাদের অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।তেমুহনী বাজারের বাসিন্দারা নাহিদের কঠোর শাস্তি দাবি করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের প্রতারণার শিকার কেউ না হন।