নিজস্ব প্রতিবেদক-মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান টিটু ভাইয়ের জন্মদিন উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের আহ্বায়ক আহমেদ খন্দকার মনিরুজ্জামান মুন্না।জন্মদিনের এই আয়োজনে বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তারা আতিকুর রহমান টিটু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।আলোচনা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় নেতৃ বৃন্দ।