নিজস্ব প্রতিবেদক–বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১৫ নং জয়নগর ইউনিয়নের চুনারচর গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা। সেন্টু বেপারীর বাক প্রতিবন্ধী মেয়ে কারিমা (ছদ্মনাম) ধর্ষণের শিকার হয়ে বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের কাউসার বেপারীর ছেলে ইউসুফ বেপারী এই পাশবিক ঘটনার সাথে জড়িত। কারিমার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন এবং পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।পরিবারের অভিযোগ, ইউসুফ বেপারী কৌশলে কারিমাকে একাধিকবার ধর্ষণ করেছে। বর্তমানে কাজিরহাট থানায় এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।এ ধরনের ঘটনা সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে জনসচেতনতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।