1. news@dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com
  2. info@www.dainiksamajerayana.com : দৈনিক সমাজের আয়না :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে  জুলাই অভ্যুত্থান স্মরণে আলোচনা  অনুষ্ঠিত । বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন, আত্মহত্যার হুমকি। ধুলিয়া মধ্যেম চর গ্রামের রাস্তায় চরম ভোগান্তি: শিক্ষার্থী ও মুসল্লিদের চলাচলে দুর্ভোগ। পটিয়ার ছনহরায় বিএনপি সদস্য সংগ্রহ উদ্বোধনে ইদ্রিস মিয়া: তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের ঐকবদ্ধ কাজ করার আহবান।  ভাসানচরে জাল পাতা নিয়ে বিরোধ, মুরব্বীকে মারধরের অভিযোগে ইব্রাহিম মোল্লা গ্রেপ্তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা উত্তর কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, ২০২৫ অনুষ্ঠিত। তেমুহনী বাজারের ব্যবসায়ী নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মেহেন্দিগঞ্জে কৃষক দল নেতা আতিকুর রহমান টিটু ভাইয়ের জন্মদিন উদযাপন।

মেহেন্দিগঞ্জের বালিয়া গ্রামটি নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবীতে স্থানীয়দের মানববন্ধন!

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক–মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামকে মেঘনার ভয়াল ভাঙনের হাত থেকে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার(১৪ জুন) বিকালে ওই গ্রামের শত শত মানুষ মেঘনার পাড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী, উত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুল হক মিল্টন চৌধুরীর, বিএনপি নেতা মামুন হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জসিম উদ্দিন কালু, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, যুবদল নেতা জাকির হাওলাদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।এসময় ক্ষতিগ্রস্তরা জানান, চলতি বর্ষায় মেঘনা নদীর ভাঙনে গ্রামের শতাধিক বাড়িঘর ও শত শত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। উলানিয়া বাজার হইতে আলীগঞ্জ বাজার পর্যন্ত ৪কিলোমিটার এলাকার মধ্যে মাঝখানে বালিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকা বাদ দিয়ে বাকি এলাকায় ৩৮৬ কোটি টাকায় মেঘনার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকাটি। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা করা না হয়, তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে এসব এলাকা। কয়েকশত বছরের পুরানো গ্রামটির বিশাল এলাকা ছিলো। মেঘনার ভাঙ্গনে গ্রামটির আয়তন সীমিত হয়ে আসছে। এইভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই মেহেন্দিগঞ্জের মানচিত্র থেকে গ্রামটি হারিয়ে যাবে। কিন্তু বিগত কোন সরকারই এই গ্রামটি রক্ষায় কোন পদক্ষেপ নেয়নি। গ্রামটিতে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছে। কিন্তু নদী ভাঙন অব্যাহত থাকায় এইসব পরিবারগুলো চরম দুশ্চিন্তায় পরেছেন। এখনই যদি বালিয়ায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষা করা না হয় তাহলে এসব পরিবারগুলোর বসতভিটা ভয়াল মেঘনায় বিলীন হয়ে যাবে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহনের পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।এই বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান বলেন, উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামটি মেঘনার ভাঙ্গনে বিলীন হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো যাতে করে ভাঙ্গনরোধে বিহিত ব্যবস্থা নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সমাজের আয়না-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট