নিজস্ব প্রতিবেদক---বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে চাঁনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামে মাঝির হাট সংলগ্ন তালুকদার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে এটি কোন পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে । আগুন লাগার সাথে সাথে মোঃ জাফর তালুকদার ও খলিলুর রহমানের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কে কল দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা বাকেট ও দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে গেছে অন্তত ৩ টি পরিবারে আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন, মো. খলিলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। কিছুই রক্ষা করতে পারিনি। কিছু দিন আগে অনেক কষ্ট করে ধার কর্য করে এই ঘরটি নির্মাণ করেছি আমার আর কিছু রইলো না আমি এখন কোথায় থাকবো আমার সব শেষ হয়ে গেছে।ঘটনার পরপরই চাঁনপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনকে ঘটনা জানানো হলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে আস্বস্ত করেন।এ ঘটনার জেরে এলাকায় চরম শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আগুন লাগার উৎস অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।