নিজস্ব প্রতিবেদক-বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব মেজবাউদ্দিন ফরহাদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।সোমবার সকাল ১১ টায় বরিশাল থেকে স্প্রীটবোর্ড যোগে মেহেন্দিগঞ্জে পৌঁছলে শত শত নেতাকর্মী স্থানীয় থানা মসজিদ ঘাটে তাকে স্বাগত জানান।বেলা সাড়ে ১১ টায় তার নেতৃত্বে বর্ণাঢ্য একটি মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিন শেষে থানা মসজিদ চত্বরে এসে শেষ হয়। এসময় তিনি ব্যবসায়ী,পথচারী ও এলাকাবাসীকে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।পরে সেখানে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ৫ আগষ্টের পরে যে বা যারা চাঁদাবাজি, চরের জমি দখল, চুরি, ডাকাতিতে জড়িয়ে পড়েছে,আগামিতে বিএনপি ক্ষমতায় এলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।অনুষ্ঠান শেষে অসুস্থ জেলা উত্তর কৃষকদল নেতা নলী মোঃ জালাল হোসেনের খোঁজ খবর নিতে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুঁটে যান। সেখানে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎকের সাথে কথা বলেন।দুপুর ১ টার দিকে চানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সদ্য প্রয়াত কবির দেওযানের কবর জিয়ারত করেন এবং মরহুমের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাভু, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।