নিজস্ব প্রতিবেদক–বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেনের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ উল আযহা আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র দিনে আমরা যেন সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াই এবং সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই।তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা বদ্ধপরিকর। আমরা এই ঈদে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হই, দেশের কৃষি ও কৃষকদের কল্যাণে কাজ করার।এ সময় তিনি মেহেন্দিগঞ্জের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি ঈদ উদযাপনের আহ্বান জানান।ঈদ মোবারক!