নিজস্ব প্রতিবেদক-পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক সমাজের আয়না পত্রিকার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম তানভীর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, "ঈদুল আজহা ত্যাগ, আত্মনিবেদন ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই দিন আমাদের শিক্ষা দেয় কীভাবে নিজের স্বার্থ ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে হয়। মুসলিম উম্মাহর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন, যা আনন্দ ও ভালোবাসার মাধ্যমে উদযাপিত হয়।"তিনি আরও বলেন,"ঈদ উদযাপনের সময় আমাদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের কথা মনে রাখা। আমাদের ছোট্ট সহযোগিতায় তাদের জীবনেও আনন্দ ছড়িয়ে দিতে পারি। তাই এবারের ঈদ হোক মানবিকতার, ভালোবাসার এবং একাত্মতার বন্ধনে আবদ্ধ।ঈদের আনন্দ ও শান্তি সবার মাঝে ছড়িয়ে দিতে দৈনিক সমাজের আয়নার সম্পাদক সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।সকলের মঙ্গল কামনা করে তিনি বলেন, "আল্লাহ আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে নিয়ে আসুক আত্মত্যাগের মহিমা ও নতুন প্রত্যয়। ঈদ মোবারক!পাঠকদের দৈনিক সমাজের আয়না পত্রিকার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।