নিজস্ব প্রতিবেদক-আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাদ জুমা, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আবদুল্লাহপুর থানা জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ। আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন, বরিশাল জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুস জুবায়ের, পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মুন্নাসহ মেহেন্দিগঞ্জ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তার দেশের জন্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তার ভূমিকার কথা তুলে ধরেন।এ সময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।