পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়ী বসতভিটা বিরোধ নিয়ে পিটিয়ে জখম করলে নুরুল হক (৬০)নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটে। ৩০মে শুক্রবার বেলা ১২টায় পটিয়া পৌরসভার ৪নং ওর্য়াড মাঝের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা যায়,নুরুল আফসারের পুত্র নুরুল হকের সাথে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তীদের সাথে নিজ বাড়ি ভিটা নিয়ে বিরোধ চলছিল। এর রেশ ধরে সেলিমুল হক(৪৫)শহিদুল হক বাসেক(৪৪)কাউছারুল হক বাপ্পি(৩৬)এরা দা,ছুরি,লাঠি নিয়ে নুরুল হকের উপর অতর্কিত ভাবে হামলা করে।এতে গুরতর আহত নুরুল হককে এলাকাবাসী উদ্ধার করে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনা স্হলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান,এ বিষয়ে এখনো মামলা হয়নি,মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে এই হত্যাকান্ডের সাথে জড়িত দের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।