ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে পুলিশের মতবিনিময় সভা।
নিজস্ব প্রতিবেদক-পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের লঞ্চঘাট, খেয়াঘাট ও বিভিন্ন হাটবাজারে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ মে) বিকেলে উত্তর উলানিয়া বাজারে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কাজ করবে পুলিশ। এছাড়াও, ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করা, এক হাটের পশু জোর করে অন্য হাটে না নেওয়া, জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হবে। পশুর হাট, ঈদের জামাত ও চামড়া বিক্রিসহ বিভিন্ন কাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট থাকবে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।