নিজস্ব প্রতিবেদক-গ্রাম আদালতকে সক্রিয় করতে বরিশালের মেহেন্দিগঞ্জে প্রতিটি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগীতায় ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান।বুধবার এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উপজেলা সমন্বয়কারী মোঃ ইব্রাহিম খান ও মোঃ ইকবাল হোসেন।প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমান, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।