নিজস্ব প্রতিবেদক:-//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১৫ নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার সম্প্রতি তার বিরুদ্ধে করা মিছিল ও মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এটি আমার ব্যক্তিগত এবং সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস ছাড়া কিছুই নয়। আমি জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি এবং এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণার নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “আমি সবসময় জনগণের জন্য সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি এবং এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেব।”
এদিকে স্থানীয়দের একটি অংশ জানান, চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারের কাজকর্ম নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তবে, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ তাকে উদ্দেশ্য করে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
অবশ্য চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এই ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হন এবং শান্তি বজায় রাখেন।