নিজস্ব প্রতিবেদক:-//বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীর ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের বাসিন্দারা মানববন্ধন করেছেন। স্থানীয়দের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মাসকাটা নদীর তীব্র ভাঙনে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের কয়েকশ পরিবার তাদের বসতবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যেই অনেক জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তারা জানান, নদীর ভাঙন ঠেকাতে পাতারহাট লঞ্চঘাট থেকে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচর পর্যন্ত জিও ব্যাক ব্লক বসানোর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং এলাকাবাসীর জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠবে।