1. news@dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com : https://www.dainiksamajerayana.com https://www.dainiksamajerayana.com
  2. info@www.dainiksamajerayana.com : দৈনিক সমাজের আয়না :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে  জুলাই অভ্যুত্থান স্মরণে আলোচনা  অনুষ্ঠিত । বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এইচএসসি পরীক্ষার্থীর অনশন, আত্মহত্যার হুমকি। ধুলিয়া মধ্যেম চর গ্রামের রাস্তায় চরম ভোগান্তি: শিক্ষার্থী ও মুসল্লিদের চলাচলে দুর্ভোগ। পটিয়ার ছনহরায় বিএনপি সদস্য সংগ্রহ উদ্বোধনে ইদ্রিস মিয়া: তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের ঐকবদ্ধ কাজ করার আহবান।  ভাসানচরে জাল পাতা নিয়ে বিরোধ, মুরব্বীকে মারধরের অভিযোগে ইব্রাহিম মোল্লা গ্রেপ্তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা উত্তর কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, ২০২৫ অনুষ্ঠিত। তেমুহনী বাজারের ব্যবসায়ী নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মেহেন্দিগঞ্জে কৃষক দল নেতা আতিকুর রহমান টিটু ভাইয়ের জন্মদিন উদযাপন।

মেহেন্দিগঞ্জে খায়ের চরে রাতের আঁধারে মহিষের কিল্লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা!

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মেহেন্দিগঞ্জের খায়ের চরে
হারুন তালুকদারের মহিষের কিল্লায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ মে ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কিল্লার গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় কিল্লায় থাকা মহিষগুলো দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। কিছু মহিষের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানান রাখালরা। আগুনে কমপক্ষে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়ে বলে জানান ক্ষতিগ্রস্ত মহিষ পালের মালিক।
সংবাদ পেয়ে ওই রাতেই আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসা ৪জনের ৩জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হারুন তালুকদার জানান, তাঁরা ১০/১২ জনে জাঙ্গালিয়া ইউনিয়নের দুর্গম খায়ের চরে ১০বছর ধরে মহিষ পালন করে আসছেন। তাঁদের গোয়ালে ১শত থেকে দেড়শো মহিষ রয়েছে।

বুধবার রাতের আঁধারে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত কিল্লার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় বাসাঘরে ঘুমন্ত অবস্থায় থাকা চারজন রাখাল টের পেয়ে দুর্বৃত্তের হামলার ভয়ে দৌড়ে খাল সাতরিয়ে পাতাবনে আশ্রয় নেন। দৌড়ে পালানোর সময় হাতের লাইট জ্বালিয়ে হারুন ভূইয়া নামের একজনকে চিনতে পারেন তিনি।

অপর রাখাল ফিরোজ জানান ২৫জনের মতো একদল দুর্বৃত্ত দুটি ট্রলারযোগে তাদের মহিষের পালের সামনে এসে নামলে টের পেয়ে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। পালানোর সময় শাহীন নামের একজনের কন্ঠের আওয়াজ শুনতে পান তিনি। ফিরোজ মুঠোফোনে বিষয়টি ওপারে থাকা রিয়াজ রাঢ়ীকে জানালে রিয়াজ রাঢ়ীর নেতৃত্বে ৪জনে হামলাকারীদের মোকাবেলা করতে এসে উল্টো হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

আহতরা হলেন রিয়াজ রাঢ়ী (৫০), রাসেল দেওয়ান (৩৫), আলী আকবর (৪০)। তাদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান রাত আনুমানিক ১১টার সময় মহিষখলা থেকে তাদের ফোন দিয়ে জানানো হয় মহিষের পালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফোন পেয়ে তাৎক্ষণিক ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন। হামলার জন্য দায়ী করা হয় শাহীন হাজী, মকবুল, সাজাহান বেপারি, হারুন ভূইয়াকে।

আহতরা আরো বলেন হামলাকারীদের সাথে তাদের পুর্বে কোন বিরোধ ছিলো না। অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন আহতরা।

অভিযুক্ত শাহীন হাজী বলেন, আমরা ঘটনার দিন বরিশালে ছিলাম, ওই চরে অভিযোগকারীদের কোন স্বত্ত্ব নেই,

মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, উভয় পক্ষের পাল্টা পাল্টি হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণীত হলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি ওই চর দখলকে কেন্দ্র করে মাছের ঘেরের বাধ কেটে দেওয়া, মহিষ চুরি, রাখালদের ওপর হামলা ও অগ্নিকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পাল্টা পাল্টি হামলারও অভিযোগ উঠে পরস্পরের বিরুদ্ধে। এতে চরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়রা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সমাজের আয়না-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট