মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে “ভুলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচির আওতায় ৪০২ জন দরিদ্র ও অসহায় নারী উপকারভোগীর মাঝে পাঁচ মাসের চাল বিতরণ করা হয়েছে। মোট প্রায় ৬০ টন চাল বিতরণ করা হয় এই কার্যক্রমের মাধ্যমে।চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফারুক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সরকারের এ ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নেও ভূমিকা রাখছে।”উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম চৌধুরী বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা উপসহকারী কৃষি কর্মকর্তা (ট্যাগ) আতিকুর রহমান সুমন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ইউপি সদস্য জিয়াউল হক, ওবায়দুল হক, শাহিন হোসেন সংরক্ষিত নারী সদস্য মোসাঃ রহিমা বেগম ও বিলকিস আক্তার প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এই ধরনের খাদ্য সহায়তা কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আরও উপকারভোগী এতে অন্তর্ভুক্ত হবেন।উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র নারীদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করে সরকার, যাতে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ হয় এবং তারা কিছুটা স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন।