নিজস্ব প্রতিবেদক:-//
জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের ত্যাগী ও আপোষহীন নির্যাতিত তৃনমুল একজন রাজনৈতিক ব্যক্তি নলী মোহাম্মদ জামাল হোসেন। তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬নং খরকি ওয়ার্ডের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সাজাহান নলীর ছেলে। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নে শিকার হয়েও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন নি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখায় বিএনপির দুঃসময়ের কান্ডারি হিসেবে পরিচিতি লাভ করেছে বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল। বিশেষ করে ২০০৯ সাল থেকে বিএনপি বিরোধীদল হওয়ার পর সরকার বিরোধী সকল আন্দোলন- সংগ্রামে মাঠে ছিলেন তিনি। আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে হয়েছেন মামলার আসামী। হামলার শিকার এবং মামলার আসামী হয়েও মাঠ ছাড়েননি তিনি। নেতাকর্মীদের মামলা-মোকদ্দমাসহ সুখে-দুখে তাদের পাশে থেকে মন জয় করেছেন কর্মীদের। তারেক রহমানের নির্দেশে বরিশাল জেলা উত্তরের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ সফল করেন। দলের প্রতি তার এই শ্রম-ঘাম ও ত্যাগ এর ফলে সর্বশেষ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক করে মূল্যায়ন করেন তাকে।
রাজনীতিতে শ্রম, মেধা ও যোগ্যাতা দিয়ে কর্মিদের মনে জায়গা করে নেন তিনি। শত প্রতিকূলতার মধ্যেও ছেড়ে যায়নি রাজনীতির মাঠ। বরিশাল জেলা উত্তরের প্রতিটি উপজেলা কৃষকদলকে সু-সংগঠিত করতে তার ভূমিকা অপরীসীম।
জানা যায় মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে ২০১৮ সালে সরকার বিরোধী প্রচারণাকালে ব্যাপক হামলার শিকার হন উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন। সেই হামলার ঘটনায় তখন থানায় কোনো মামলা নেননি।
বর্তমানে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও দলের ভাবমূর্তী ক্ষুন্ন হবে ভেবে প্রতিশোধ নেননি। তাকে হামলা মামলা করেও দমিয়ে রাখতে পারিনি তৎকালীন আওয়ামীলীগ সরকার।
তৎকালীন সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রাম করেছেন। হরতাল, অবরোধসহ ভোট বর্জন, কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরনসহ নানামুখী প্রচারণা চালিয়ে বরিশাল উত্তর জেলার আন্দোলন সংগ্রাম বেগবান করেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, অনেক ত্যাগ তিতীক্ষার বিনিময়ে বর্তমান পর্যায়ে এসেছেন তিনি । চরম দুঃসময়েও দলের জন্য কাজ করেছেন।
এ বিষয়ে নলী মোহাম্মদ জামাল বলেন,
দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছি। আমার কাছে পদের চেয়ে দল বড়। বিএনপি আমার পরিবার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশ মাতা খালেদা জিয়াকে দেশের সর্ব্বোচ্চ সম্মানে যতদিন নিতে পারব না, ততদিন আমরা রাজপথে থাকবো। বিএনপির শেকড় অনেক গভীরে। আমাদের বিরুদ্ধে বারবার আঘাত এসেছে, সব আঘাত সহ্য করে আমরা এগিয়ে গেছি।