নিজস্ব প্রতিবেদন-/
মেহেন্দিগঞ্জ পৌরসভার জেলা পরিষদ মার্কেটের সামনের সড়ক, যা পাঁচানি ঘাট সড়ক নামে পরিচিত, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। শতাব্দীর মতো সময় পেরিয়ে গেলেও সড়কের বেহাল দশা যেন থামছেই না। এই গুরুত্বপূর্ণ সড়কটি পৌর এলাকার মধ্যবাজার, উত্তর বাজার, গার্লস স্কুল রোড, এবং উলানিয়া সড়কসহ আশপাশের বহু মানুষের যাতায়াতের একমাত্র সংক্ষিপ্ত পথ হিসেবে ব্যবহৃত হয়।
সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। খানাখন্দে ভরা সড়কটি বর্ষার মৌসুমে আরও বিপদজনক হয়ে ওঠে। কাদাপানিতে মিশে যান চলাচল তো বটেই, পায়ে হাঁটারও অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিত্যদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে।
একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছি, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। প্রতিদিনই কষ্ট করে চলাচল করতে হয়।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন সড়কটি মেরামতের বিষয়ে বারবার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ অবস্থা চলতে থাকলে এখানকার মানুষের ভোগান্তি আরও বাড়বে।
তারা দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। উন্নয়নের যুগে এসে এমন গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলিত থাকার বিষয়টি হতাশাজনক। এখন দেখার বিষয়, এই সড়কের উন্নয়নে কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ নেয়।
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে সড়কটির গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।