নিজস্ব প্রতিনিধি:-//বরিশালের হিজলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী আর আমাদের মাঝে নেই। আজ তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে বরিশালের সাংবাদিক সমাজে একটি আলোকবর্তিকা হয়ে ছিলেন। তিনি বরিশাল হিজলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনকালে এলাকার গণমাধ্যমকর্মীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলেই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দিন।