নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সদর উপজেলার চরমোনাই ডিঙ্গারমানিক এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আনসার দেওয়ান (৫০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৩৮) কে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত আনসার দেওয়ান চরমোনাই ইউনিয়নের ডিঙ্গার মানিক গ্রামের মৃত সত্তার দেওয়ানের ছেলে।গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় তাদের নিজ বাড়িতে বসে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে আহত আনসার দেওনের ভাই সিরাজ দেওয়ান, আনসার দেওয়ানের জমি ও জমির গাছপালা জোরপূর্বক ভোগ দখল করে।এ নিয়ে প্রতিবাদ করলে একাধিকবার সিরাজগান ও তার ছেলেরা আনসার দেওয়ান কে মারধর করে।এ নিয়ে একাধিকবার স্থানীয়দের মাঝে সালিশ মীমাংসা হলো সিরাজ দেওয়ান পেশি শক্তির ক্ষমতা বলে তার ভাই আনসার দেওয়ানকে চেপে ধরে রেখেছে।আর এই ঘটনার জেরে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় সিরাজ দেওয়ান তার ছেলে রাজিব লাহোর স্ত্রী রোহিঙ্গা বেগম সহ অজ্ঞত ৮-১০ জন লোক জোরপূর্বক আনসার দেওয়ানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে । আর এতে আনসার দেওয়ার বাধা দিলে সিরাজ, রাজিব, লাহোর, রহিমা সহ অজ্ঞাত ৮-১০ লোক রড ও সাপল দিয়ে আনসার দেওয়ান কে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় আনসার দেওয়ানের স্ত্রী রাবেয়া বেগম তাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে গুতর জখম করে।পরের স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় ভর্তি করে বর্তমানে আহতরা শেবাচিমের পুরষ সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।