নিজস্ব প্রতিবেদন:-//মেহেন্দিগঞ্জ পৌরএলাকার কালিকাপুরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। তারা দ্রুত জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডের তেতুলতলা ব্রীজের সংলগ্ন রাড়ী বাড়ির বাসিন্দা মৃত কুব্বাত আলী রাড়ীর ছেলে দলিল উদ্দিন রাড়ী ও তার ভাই মৃত মোহাম্মদ রাড়ীর ছেলেদের মধ্য জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।একাধিক হামলা মামলর ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে দলিল রাড়ীর ভাতিজা কবির রাড়ী মেহেন্দিগঞ্জ থানায় একটি দরখাস্ত দেন। থানা থেকে এএসআই শাহজাহানকে দায়িত্ব দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৫ মে, বৃহস্পতিবার উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে থানায় বসাবসি হয়। কিন্তু জমি রেকর্ড এ কম হওয়ায় আদালতে যাবার পরামর্শ দেয়া হয়। এর পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে চাচা দলিল উদ্দিন রাড়ী সংবাদ মাধ্যমকে জানান, তার সাথে জমি জমা নিয়ে ভাতিজা কবির, রিয়াজ ও ছগিরের সাথে তার বিরোধ আছে। তারা থানায় দরখাস্ত দিয়েছিল। কাগজপত্র পর্যালোচনা করে থানা থেকে তাদেরকে আদালতে যাবার পরামর্শ দিয়েছে। এতেই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ঐদিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমার জীবননাশের হুমকি দেয়। যা এলাকায় সিসিটিভি ফুটেজ চেক কর়লেই প্রমান পাওয়া যায়। এমন কি আমার জমি থেকে গাছ কাটতে বাঁধা প্রদান করছে এবং ফল পাড়তেও দিচ্ছেনা। এক রকম জুলুম চালাচ্ছে আমার উপর। আমি আমার জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাই। অপরদিকে তার ভাতিজা রিয়াজ সংবাদ মাধ্যমকে জানান, আমার চাচা দলিল উদ্দিন রাড়ীর সাথে জমি জমা নিয়ে আমাদের দীর্ঘদিনের ঝামেলা চলতেছে। এস এ ও বিএসএ আমরা জমির মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে সঠিক ভাবে জমি বুঝিয়ে দিচ্ছেনা। জমি চাইলেই সে আমাদেরকে মারধর করেছে,মামলা দিয়ে হয়রানি করে আসছে। বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সে জমি থেকে গাছ কেটে নিচ্ছে, আমরা মৌখিক বাঁধা দিতে গেলেই আমাদের উপর মিথ্যা অপবাদ রটায়। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। এব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার এএসআই শাহজাহানের নিকট জানতে চাইলে তিনি জানান, রেকর্ড এ উভয়ের জমির মধ্যে কিছুটা গড়মিল পাওয়া গেছে। তাছাড়া আদালতে মামলা চলমান আছে। তাই আদালতের মাধ্যমে বিরোধ নিস্পত্তির পরামর্শ দিয়েছি
।