নিজস্ব প্রতিবেদক: উজিরপুরের শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহফুজ অসহায় মাহাবুব রহমানের ভোগ দখলীয় সম্পত্তির প্রায় লক্ষাধিক টাকার গাছ কর্তন করে নিয়ে যায়। গাছ কাটার সময় ভুক্তভোগী মাহবুব বাধা দিলে তাকে হুমকি-ধমকি ও মারধর করে। আদালতের নির্দেশ অমান্য করে গত ৬ মে অভিযুক্ত মাহফুজ ও তার সঙ্গী ও বাহিনী নিয়ে দফায় দফায় গাছ কর্তন করে। ভুক্তভোগী মাহবুব ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহবুব উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করে অভিযুক্তদের বিরুদ্ধে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা চলমান আছে।
খোজ নিয়ে জানা যায়, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অভিযুক্ত মাহফুজ এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। গৌরনদীর আওয়ামী সন্ত্রাসী সন্ত্রাসী হারিছ ও উজিরপুর পৌর মেয়র গিয়াসের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় দেখা যেত। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছে এই সন্ত্রাসী মাহফুজ, ৫ আগস্ট এর পরে আত্মগোপনে থেকে বর্তমানে আবার বাড়িতে এসে বিভিন্ন অপকর্মের লিপ্ত হয়েছে। অভিযুক্ত সন্ত্রাসী মাহফুজ এর বিচারের দাবি করছেন এলাকার সচেতন মহল ।
এ বিষয় উজিরপুর উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে আওয়ামী সন্ত্রাসী মাহফুজ আমার গাছ কেটে নিয়ে যায়। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মাহফুজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বাবা ভাই পুলিশে চাকুরী করে, আমি নিজের জমির গাছ নিজে কেটেছি।